চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে কৃষক আব্দুর রহমান হত্যা মামলার পলাতক আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইয়ুব আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়ার বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ইসলামপুরের কাজিপাড়ার কৃষক আইয়ুব হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল বিকেল তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় পরোয়ানাভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
ওসি মোজাফফর হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯ এপ্রিল ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই দিন এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।