হোম > ছাপা সংস্করণ

প্রত্যন্ত এলাকার ঘরে অনীহা বাসিন্দাদের

তিতাস প্রতিনিধি

‘স্যার আমি ওই ঘরে থাকতাম না। আমার নামডা কাইট্টা দলিলডা রাইখা দেন।’ গতকাল বৃহস্পতিবার দুপরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় কথাগুলো বলছিলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রহিমা বেগম (৬৫)। উপজেলা পরিষদের হলরুমে ওই সভা হয়। এতে অংশ নিয়ে রহিমা বেগম জানান, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে তিনি আর থাকতে চান না। এর কারণ হিসেবে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের আশপাশে কোনো বাজার নেই। নেই কোনো কাজের ব্যবস্থা।

প্রায় একই কথা বলেন রানু আক্তারও। তিনি বলেন, ‘আমার স্বামী নাই। ওইখানে আমি থাকতে পারমু না। কারণ কাজের কোনো ব্যবস্থা নাই। আমি কাজ না করতে পারলে ছেলে-মেয়ে নিয়া খামু কি?’

টাস্কফোর্স কমিটির সভায় নুরুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, ‘স্যার আমি ওখানে থাকব না। পারলে আমাকে আমার ইউনিয়নে দেন।’

শিউলি আক্তার বলেন, ‘আশ্রয়ণের পানি খাওয়া যায় না। পানি থেকে গন্ধ আসে।’

এর পরিপ্রেক্ষিতে সভার বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার উপকারভোগীদের অনুরোধ করে বলেন, ‘আপনারা থাকেন। আপনাদের সব সমস্যা আমরা সমাধান করে দেব।’

জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তিতাসের ভিটিকান্দা ইউনিয়নের দাসকান্দিতে ৫২টি ঘর নির্মাণ করা হয়। তিতাসের ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে মাত্র ১০-১৫টি ঘরে উপকারভোগীরা বসবাস করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মোর্শেদ বলেন, ‘ আশ্রয়ণের বাসিন্দাদের কর্মসংস্থানে ইতিমধ্যে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে পাট, বেত ও বাঁশ দিয়ে বিভিন্ন পণ্যসামগ্রী তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে। আশ্রয়ণের বাসিন্দারা যাতে হাঁস-মুরগি পালন করতে পারেন, সে ব্যবস্থা করে দেওয়া হবে। তাঁদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ