হোম > ছাপা সংস্করণ

দুর্গাপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার

­মিজান মাহী, দুর্গাপুর

দুর্গাপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগে শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার ভাষার মাস ফেব্রুয়ারি আসার আগেই ৮৩টি বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে করোনাকালে বন্ধ থাকা সব স্কুলে নির্মিত হয় শহীদ মিনার।

এবারই প্রথম উপজেলার সব বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে শিক্ষার্থীরা।

উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে কোনো শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা, জাতীয় শহীদ দিবসসহ বিভিন্ন দিবসে এসব শিশুশিক্ষার্থীকে যেতে হতো অন্য কোনো প্রতিষ্ঠানের শহীদ মিনারে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করত।

সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন মোকলেছুর রহমান। এরপর পরিকল্পনা করেন সব স্কুলে শহীদ মিনার তৈরির। সরকারি কোনো বরাদ্দ নয়, স্কুল ফান্ডের নিজস্ব তহবিল থেকে ৮৩টি স্কুলে নান্দনিক শহীদ মিনার তৈরি করা হয়।

উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আগে বিদ্যালয়ে কোনো শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে শহীদ মিনার হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা খুশি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, তিনি পবা উপজেলায় থাকা অবস্থায় সব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করেন। দুর্গাপুর উপজেলায় যোগদানের পর এই উপজেলার সব স্কুলে নিজস্ব অর্থায়নে শহীদ মিনার তৈরির পরিকল্পনা হাতে নেন। তিনি বলেন, বিভিন্ন জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কোমলমতি শিশুরা যাতে শ্রদ্ধা জানাতে পারে এবং দিবসগুলোর তাৎপর্য উপলব্ধি করতে পারে, সে জন্য শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা বাস্তবায়ন করা হয়েছে।

ইউএনও সোহেল রানা বলেন, উপজেলার সব স্কুলে এখন শহীদ মিনার। এটা খুবই ভালো উদ্যোগ। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে পারবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ