বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভররামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম সাগর বিশ্বাস (১৭)। সে উপজেলার ভররামদিয়া এলাকার যোতিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সাগর কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রামদিয়া স্টেশনে এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।