জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মারুফ আফজাল রাজন নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে গত বৃহস্পতিবার যোগদানের পর বিকেলে তিনি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেনের কার্যালয়ে আসেন।
এ সময় ইউএনও তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ের সব কর্মচারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ইউএনও।
৩৬ তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ করে পাঁচবিবির নবাগত ভূমি কর্মকর্তা মারুফ আফজাল রাজন প্রথমে ম্যাজিস্ট্রেট হিসাবে বগুড়ায় যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি পাঁচবিবি ভূমি কার্যালয়ের পূর্বের এসিল্যান্ড এমএম আশিক রেজার শূন্যস্থান পূরণ করলেন।