মুলাদীতে মাদক বিরোধী শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নাজিরপুর বাজারে শোভাযাত্রা এবং সন্ধ্যায় নাজিরপুর কলেজ মাঠে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. মতিউর রহমান, নাজিরপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী, নাজিরপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদরুল আলম মুকুল তালুকদার প্রমুখ।