গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজারের রেলক্রসিং কলাপট্টি এলাকায় রেলওয়ে জমির ওপর নির্মিত ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়সহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এস্টেট অফিসার মো. সফি উল্লাহ্।
এ সময় জয়দেবপুর বাজার-সংলগ্ন রেলক্রসিং কলাপট্টি থেকে শুরু করে মারকাজ মসজিদ পর্যন্ত রেল কর্তৃপক্ষের উদ্যোগে অবৈধ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এতে রেলওয়ে জমির ওপর গড়ে ওঠা ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে গাজীপুর মহানগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জহিদ হোসেন বলেন, ‘হঠাৎ করে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে। আমরা দুই দিন সময় চেয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা রাখেনি। আমাদের অফিস ভেঙে ফেলা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তফা আব্দুল্লাহ আল নূরসহ মহানগর সদর থানা-পুলিশ ও আনসার সদস্যরা।