হোম > ছাপা সংস্করণ

কলাপাড়ায় বিনা মূল্যে চক্ষুসেবা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিনা মূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফের) উদ্যোগে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে সার্বিক সহায়তা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের বরিশাল শাখা। এ সময় উপস্থিত ছিলেন পিডিএফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, ফুজিটেকের নির্বাহী পরিচালক তোফায়েল আহম্মেদ, পিডিএফের কলাপাড়া পরিচালক মাহামুদুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ প্রমুখ।

এ সময় ফরিদ উদ্দিন বিপু বলেন, ‘মূলত দরিদ্র জনগোষ্ঠীর সেবার উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতি দুই মাস পরপর এই সেবা অব্যাহত থাকবে। এখানে আমরা চোখের ছানি, নেত্রনালি, অপারেশন করি, লেন্স বসাই এবং চোখের পাওয়ার পরীক্ষা–নিরীক্ষা করে চশমা বা ওষুধ দিই। মূলত আমাদের লক্ষ্য হলো সেবা।’

সেবা নিতে আসা আলাউদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকা দিয়ে চিকিৎসা করতে পারি না। তাই এখানে আসছি। ডাক্তাররা অনেক ভালোভাবে চোখ পরীক্ষা করে দেখেছেন। এই ধরনের সেবামূলক কার্যক্রম চালু থাকলে আমাদের মতো অনেক সাধারণ মানুষ উপকৃত হবে।’

উল্লেখ্য এ সেবা কার্যক্রম দুপুর  ২টা পর্যন্ত চলে। এ সময় দুই শতাধিক রোগীকে বিনা মূল্যে চোখের বিভিন্ন রকম উপসর্গের চিকিৎসা দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ