হোম > ছাপা সংস্করণ

সড়কে বাজার, দুর্ভোগ

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা পৌরসভার গড়েরগাঁও চৌরাস্তা মোড়ে সড়কে বসছে বাজার। এতে সড়কে যানজটের কারণে যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘটছে ছোটখাটো  দুর্ঘটনা।

তবে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘সড়ক ও সড়কের পাশে সরকারি জায়গায় কেউ যদি বাজার বসায়, তাহলে সেটা দেখভাল করবে স্থানীয় প্রশাসন। সহযোগিতা চাইলে আমরা এগিয়ে আসব।’

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ‘আপনার বাড়ির সমস্যা মেটাতে প্রথমে আপনাকেই এগিয়ে আসতে হবে। যেহেতু সমস্যাটি সড়ক ও জনপথের, তাই তারা উদ্যোগী হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।’

জানা গেছে, নকলা পৌরসভার গড়েরগাঁও চৌরাস্তা মোড় হয়ে বাইপাস দিয়ে ঢাকা-শেরপুর মহাসড়ক এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের সড়ক দিয়ে প্রতিদিন ৫ শতাধিক যাত্রীবাহী বাস, মিনিবাস, প্রাইভেট কারসহ মালবোঝাই ট্রাক চলাচল করে। এ ছাড়া চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ট্রলি, ভ্যান, ঠেলাগাড়ি, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের মতো ছোট যানবাহন। ৪-৫ বছর আগে স্থানীয় কিছু মানুষ মোড়ের পাকা সড়ক ও সড়কের পাশে বাজার বসায়। সেই থেকে বাজারটির পরিধি দিন দিন বাড়ছে। সড়কের পাশে সড়ক ও জনপথের জায়গায় দোকানের জন্য তোলা হয়েছে প্রায় ২০টি চালি ঘর। বাড়ছে বাজারে ক্রেতা-বিক্রেতা এবং পণ্য আনা-নেওয়ার কাজে এসব যানবাহন ব্যবহৃত হচ্ছে।

কাউন্সিলর তোতা মিয়া বলেন, গড়েরগাঁও চৌরাস্তা মোড়ে বাজারের কারণে পৌর শহরের ইশিবপুর বাজারটি সকালে ক্রেতা-বিক্রেতাশূন্য হয়ে পড়েছে। এতে এখানকার শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে বেকায়দায় পড়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ