ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী সফর করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে তিনি গদখালীতে আসেন। এ সময় মন্ত্রী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী নেতাদের সঙ্গে ফুল চাষসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ‘সরকার কৃষকদের বিষয়ে আন্তরিক। বিশেষ করে ফুল চাষের বিষয়টি সরকারের নজরে আছে। এ ফুল চাষিদের জন্য যা কিছু সহায়তা করা দরকার সরকার তাই করবে। গদখালীর উৎপাদিত ফুল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির জন্য সরকার কাজ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির প্রমুখ।