হোম > ছাপা সংস্করণ

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিরাপদ সড়ক ও সারা দেশে হাফ পাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শিমরাইল মোড়ে এ মিছিল করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই, সারা দেশে হাফ পাস চাই’, ‘আমি শিক্ষার্থী আমাকে বাঁচতে দিন’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে বাস মালিক সমিতির ঘোষিত ঢাকা সিটিতে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে হাফ পাস নেওয়ার সিদ্ধান্তকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেন। তাঁরা সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করেন। তাঁদের দাবিগুলো মানা না হলে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘নির্বিচারে শিক্ষার্থীদের বাসচাপায় হত্যার অবসান চাই। বেপরোয়া মহাসড়কে আর কোনো শিক্ষার্থীর লাশ দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে সারা দেশে হাফ পাস কার্যকরসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থা না নিলে আমরা রাজপথ ছাড়ব না। কোনো প্রকার প্রহসন দেখিয়ে বা ভয় প্রদর্শন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য দেন মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, মুহা. হিমেল, মুহা. আল-আমিন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ