হোম > ছাপা সংস্করণ

ট্যানারি শ্রমিকদের স্বাস্থ্য সহায়তা

সাভার প্রতিনিধি

সাভারের চামড়া শিল্পনগরীতে কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। গতকাল বুধবার সকালে সলিডারিটি সেন্টার বাংলাদেশের সহযোগিতায় উপজেলার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।

এ স্বাস্থ্য ক্যাম্প থেকে গতকাল দেড় শতাধিক শ্রমিককে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি সকলের জন্য বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা রাখা হয়। মেডিসিন বিশেষজ্ঞ ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা স্বাস্থ্য ক্যাম্পে শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন।

ইউএনও মো. মাজহারুল ইসলাম শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিয়ে সলিডারিটি সেন্টার বাংলাদেশের এমন আয়োজনকে স্বাগত জানান। তিনি নিয়মিত তাদের এ কার্যক্রম চালিয়ে যেতে অনুরোধ করেন। সব কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা উপকরণ সরবরাহসহ উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য মালিকদের প্রতি অনুরোধ করেন।

স্বাস্থ্য ক্যাম্পে সভাপতিত্ব করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। এটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এতে আরও উপস্থিত ছিলেন, অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের নির্বাহী পরিচালক এম এ মাজেদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারি লিমিটেডের এমডি মো. সাখাওয়াত উল্লাহ, সলিডারিটি সেন্টার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ