দুর্যোগপূর্ণ আবহাওয়া ও একটানা বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত ১৯টি বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। গতকাল সোমবার সকাল থেকে এসব জাহাজে পণ্য খালাস বন্ধ রাখে সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখর উদ্দিন সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ ফখর উদ্দিন বলেন, মোংলা বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় এই মুহূর্তে ২০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে। কিন্তু সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর চ্যানেল ও বহির্নোঙরে ১৯টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। এসব জাহাজে কয়লা, সার, পাথর, চাল, যন্ত্রপাতি ও ক্লিংকারসহ বিভিন্ন পণ্য রয়েছে। তবে বন্দরের জেটিতে অবস্থান করা একটি বিদেশি জাহাজ থেকে মেশিনারিজ পণ্য খালাস হচ্ছে বলে জানান তিনি।
কমান্ডার শেখ ফখর উদ্দিন আরও বলেন, দুর্যোগ কেটে গেলে পণ্য খালাসের কাজ যথানিয়মে শুরু হবে।
এদিকে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।