কলম একাডেমি লন্ডনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১টায় প্রেসক্লাব মিলনায়তনে কলম একাডেমি লন্ডনের সাতক্ষীরা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলম একাডেমি সাতক্ষীরার সভাপতি মাহবুব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নুরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি ও কলম একাডেমি লন্ডন সহসভাপতি কবি শওকত ওসমান, সহসভাপতি গবেষক ও প্রবন্ধকার জাহিদুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা কবি ইলা দেবী মল্লিক, কবি সুকুমার বিশ্বাস, খরকুটো সম্পাদক কবি আলী সোহরাব প্রমুখ।
অনুষ্ঠান শেষে কলম একাডেমি লন্ডনের খুলনা বিভাগীয় প্রতিনিধি আইয়ুব আলীর সুস্থতা কামনায় দোয়া করা হয়l