হোম > ছাপা সংস্করণ

১০০ টন পচা গম নিয়ে বিপাকে আখাউড়া বন্দর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আসা অন্তত ১০০ টনের অধিক গম পচে গেছে। গত মে মাসের শেষ দিকে এসব গমের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। এদিকে আমদানিকারক এস আলম গ্রুপ বলছে, গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় বৃষ্টিতে ভিজে গম পচে গেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভেজেনি। শেষ দিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি টন ৩৪৫ মার্কিন ডলার মূল্যে গমগুলো আমদানি করে চট্টগ্রামের এম আলম গ্রুপ। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে এসব গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসে এই গম। এখন পর্যন্ত কয়েক হাজার টন গম আমদানি করেছে তারা।

আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ বলেন, গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণের করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম পচে যায়। পচা গম খালাসে বিলম্ব হওয়ায় বন্দরের ওয়্যারহাউসে সংরক্ষণ করে রাখা হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, খালাসের অপেক্ষায় বেশ কিছু দিন ধরে স্থলবন্দরে পড়ে ছিল এই গম। এর মধ্যে বৃষ্টিতে ভিজে কিছু গম নষ্ট হয়েছে। বিষয়টি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজেরা আলোচনা করে সমাধান করবেন।

আমদানি করা এই গমের কাস্টমস ক্লিয়ারিং করা সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন বলেন, গাড়ি বন্দরে আসার পর চালকেরা ঠিকমতো ঢাকেননি গমগুলো। সে জন্য বৃষ্টিতে ভিজে ১০০ টনের মতো গম পচে গেছে। বিষয়টি নিয়ে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কথা বলছেন।

এই ব্যাপারে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, ‘আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভেজেনি। আনার আগে হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি শেষের দিকে আসা গম পচা ছিল।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ