হোম > ছাপা সংস্করণ

প্রধান শিক্ষককে থাপ্পড় সহকর্মী আত্মগোপনে

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল হাসানকে থাপ্পড় মারার ঘটনায় সহকারী ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলামের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান শিক্ষকের স্ত্রী বাদী হয়ে কামারখন্দ থানায় এ মামলা করেন। সাইফুল আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

পুলিশ, এজাহার ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, গত বুধবার শীতকালীন খেলাধুলা ও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার বিষয় নিয়ে মিটিং ছিল। ওই মিটিং শেষে প্রধান শিক্ষক তাঁর কক্ষে অন্য শিক্ষকদের নিয়ে আলোচনা করেন। এ সময় সহকারী শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে পতাকার পাইপ কেনা ও বই আনার ভাউচার বিল বেশি ধরার অভিযোগের বিষয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে প্রধান শিক্ষক বলেন, সাইফুল ইসলামকে যেন পরবর্তী সময় স্কুলের কোনো কিছু কেনাকাটার দায়িত্ব দেওয়া না হয়।

এ নিয়ে পরে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষক সাইফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষককে থাপ্পড় দেন তিনি।

এ ঘটনায় শিক্ষক সাইফুলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধনের ব্যানারে আয়োজক হিসেবে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী লেখা থাকলেও এতে উপস্থিত ছিলেন গ্রামের সাধারণ মানুষ ও কিছু শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘শিক্ষক সমিতি ছাড়া মানববন্ধন করতে পারি না। আর আজকে (গতকাল) বিদ্যালয়ে যে মানববন্ধনটি হয়েছে, সেটা আমাদের বলা হয়নি।’

অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য শিক্ষক সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, প্রধান শিক্ষকের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ