হোম > ছাপা সংস্করণ

আজ তাহিরপুর মুক্ত দিবস

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

­আজ ৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার তাহিরপুর পাকিস্তানি বাহিনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশমাতৃকার টানে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে পাকিস্তান পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনারা তাহিরপুর ছেড়ে যেতে বাধ্য হয়।

ওই দিনই তাহিরপুরে ওড়ানো হয় লাল সবুজের বিজয় নিশান। এদিকে তাহিরপুর মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী ও নুরুল ইসলাম বাঘাসহ অনেকেই জানান, তাহিরপুর উপজেলা ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব সেক্টরের বড়ছড়া, টেকেরঘাটের অধীনে ছিল। এই দিনে বীর মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন এলাকায় রাত জেগে যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে পরাজিত করেন।

উপজেলা সদরে অবস্থানরত পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁরা নানা পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ভোর ৪টার পর পর মেজর মুসলেদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জড়ো হয়ে পাকিস্তান বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় সেনারা। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দে সবার মুখে উচ্চারিত হয় ‘জয় বাংলা, বাংলার জয়’ প্রতিধ্বনি। শুরু হয় আনন্দ মিছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ