গাজীপুরের টঙ্গীতে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার টঙ্গীর মুন্নু গেট এলাকার সিডিএল ভবনের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ চলন্ত প্রাইভেটকারটিতে আগুন লাগে। এ সময় গাড়িতে থাকা প্রাইভেটকারের চালক ও পাঁচজন আরোহীরা গাড়ি থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকামুখী একটি চলন্ত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো চ ১৫-৫৭৫৭) আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাইভেট কারটিতে পাঁচজন আরোহী ও চালক ছিলেন।
ইকবাল বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। গাড়িটির আশি শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ির মালিকানার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যাওয়া গাড়িটি থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।