ঢাকার মঞ্চে অর্থহীন ব্যান্ডকে সর্বশেষ দেখা গিয়েছিল ৪ বছর আগে। এরপর ব্যান্ডটির ভোকাল সুমন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। এ বছরের আগস্টে সুস্থ হয়ে দেশে ফিরে আবারও গানে মনোযোগী হন সুমন। সেপ্টেম্বরে প্রকাশ করেন নতুন গান ‘বয়স হলো আমার’।
চার বছর পর আজ ঢাকার মঞ্চে দেখা যাবে অর্থহীন ব্যান্ডকে। ২০১৯ সালের পর আবারও শহরে আসছে রকফেস্ট। ওই বছর স্কাই ট্র্যাকার লিমিটেড ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো রকফেস্টের আয়োজন করেছিল। এবার আরও বেশিসংখ্যক ব্যান্ড নিয়ে রকফেস্টের দ্বিতীয় সিজনের আয়োজন করা হয়েছে।
আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে রকফেস্টে গাইবে অর্থহীন ব্যান্ড। সঙ্গে থাকবে ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালো, দ্য ট্রি, আফটারম্যাথ, ট্র্যাশ, শুভযাত্রা, কনক্লুশনসহ আরও ১৪টি ব্যান্ড। বেলা ১টা থেকে শুরু হবে কনসার্টটি।
এ প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন বলেন, ‘ঢাকায় এত দিন পর এটিই আমাদের কামব্যাক কনসার্ট। দীর্ঘ ৪ বছর পর অর্থহীন ঢাকায় পারফর্ম করবে। ফ্যানদের চেয়ে আমরা আরও বেশি এক্সাইটেড! কারণ আবার দেখা হবে অনেক অদ্ভুত মানুষের সঙ্গে। যারা কখনো আশা ছেড়ে দেয়নি। দীর্ঘ ৪টি বছর অসীম ধৈর্য নিয়ে অপেক্ষা করেছে অর্থহীনের প্রত্যাবর্তনের। আমরা সেই মানুষগুলোর দিকে মাইক্রোফোনটা ঘুরিয়ে দেব। আর একসঙ্গে গলা মিলিয়ে পাগলের মতো গান গাইব। আমরা আবার ভেজা চোখ নিয়ে স্টেজ থেকে নামতে চাই।’
প্রথমবারের মতো পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করবে ভিডিও ও এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি। এ অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে রকফেস্টের আয়োজন সরাসরি উপভোগ করা যাবে।