ভারতে কৃষক আন্দোলনে গাড়িচাপায় মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাড়িচাপায় চার কৃষক মারা গিয়েছিলেন। এবার আরও তিনজন মারা গেলেন। গত বুধবার সকালে দিল্লির হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তিন কিষানি নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন জখম হন। ঘাতক ট্রাকের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। নিহত সবাই পাঞ্জাবের বাসিন্দা।
আন্দোলন থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় রোড ডিভাইডারের কাছে পারাপারের অপেক্ষায় ছিলেন ওই তিন নারী। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিন্দা প্রকাশ করেছেন।