রাজধানীর কারওয়ান বাজারের ৫৪-৫৫, এনএলআই টাওয়ারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার সকালে এই উপশাখার উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম। এ সময় ব্যাংকের পরিচালক মো. সাহাবুদ্দিন, ফিরোজ আলম, শামসুল আলম, দিলীপ কুমার আগারওয়ালা ও যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়াও গ্রাহক-শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে চলতি বছরের মার্চে গুলশানে করপোরেট শাখা এবং অক্টোবরে দিলকুশা ইসলামি ব্যাংকিং শাখার কার্যক্রম শুরু করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শিগগিরই আরও কয়েকটি শাখা এবং উপশাখা চালু করতে যাচ্ছে ব্যাংকটি। —বিজ্ঞপ্তি