আনসার ও ভিডিপি কার্যক্রমকে গতিশীল করতে বাগেরহাটের আনসার-ভিডিপি দলনেতাদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ফারুক আহমেদ, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মোরেলগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের দলনেতাসহ আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে আনসার ভিডিপি সদস্য ও কর্মকর্তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করেন।
আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ফারুক আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের ৬৩ জন ইউনিয়ন কমান্ডার ও দলনেতাকে বাইসাইকেল দেওয়া হয়েছে।