হোম > ছাপা সংস্করণ

নৌকা নিয়ে কটূক্তির প্রতিবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা প্রতীককে কটূক্তি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জৈনসার ইউপির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে। এতে নৌকার প্রার্থীর পক্ষে জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল রোববার সকালে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এ সময় উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী, নৌকার প্রার্থী আবুল খায়ের ব্যাপারী, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত শেখ, সহসভাপতি খলিল শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার হাওলাদারসহ আরও অনেকে।

জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী বলেন, ‘হুঁশিয়ারি দিয়ে বলতে চাই তিনি যে কটূক্তি করেছে তাঁর বিরুদ্ধে দলের হাইকমান্ড থেকে শুরু করে সবার কাছে এই বিষয়টি আমরা জানাব।’

নৌকার প্রার্থী আবুল খায়ের ব্যাপারী বলেন, ‘গতবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন চেয়ারম্যান হয়েছেন। কিন্তু এবার নৌকা না পাওয়ায় তিনি নৌকার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’

রফিকুল ইসলাম দুদু বলেন, ‘ ভোট চাওয়ার সময় বলেছি, সংসদ নির্বাচনে নৌকায় একটি ভোট কম হলে ফেল করতে পারে। এতে দলের ক্ষতি হয়। এটা যেহেতু স্থানীয় নির্বাচন সেহেতু ব্যক্তিকে ভোট দিতে পারেন। সংসদ নির্বাচনে যে নৌকা এটা সে নৌকা না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ