দাপুটে জয় দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিসিবি তত্ত্বাবধানে থাকা দল দুটির লড়াইয়ের মঞ্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এ রাউন্ডের অপর ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল।
প্রথম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে দক্ষিণাঞ্চল। আর উত্তরাঞ্চলকে ইনিংস ও ৭০ রানে হারায় মধ্যাঞ্চল। কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ায় মধ্যাঞ্চলের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারেননি ওপেনার আব্দুল মজিদ। কোয়ারেন্টিনে পাঠানো হয় তাঁকে। দ্বিতীয় রাউন্ডে মজিদকে পাওয়ার আশায় থাকলেও মধ্যাঞ্চলকে হতাশ হতে হচ্ছে। আরও তিন দিন কোয়ারেন্টিনে থাকার পর নতুন করে পরীক্ষা হবে মজিদের।