চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সাত ইউপিতে ৩৯ জন প্রার্থীর মধ্যে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘিওরের সাত ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। গত সোমবার দিনব্যাপী চলে মনোনয়নপত্র যাচাই-বাছাই। পরে সব চেয়ারম্যান প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
ঘিওর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসি বেগম বলেন, চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ। বিভিন্ন অভিযোগে সদস্য পদে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।