হোম > ছাপা সংস্করণ

বীর প্রতীক মাহফুজুরের নামে নেই কোনো স্থাপনা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের হয়ে লড়াই করে জীবন বিসর্জন দিয়েছেন মানিকগঞ্জের হরিরামপুরের মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, বীরত্ব প্রদর্শন এবং সাহসিকতার জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তবে এ মহান বীরের নামে নিজ উপজেলায় নেই কোনো স্মৃতিস্তম্ভ।

হরিরামপুরের সচেতন মহল মাহফুজুর রহমানের নামে উপজেলায় স্মৃতিস্তম্ভ করার দাবি করেছে। অনেকে আবার মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর ওপর নির্মিত বালিরটেক সেতুর নামকরণ তাঁর নামে করার দাবি করেছেন। কেউ কেউ আবার হরিরামপুরের পিপুলিয়ায় মাহফুজুর রহমানের বাড়িতে একটি স্মৃতি পাঠাগার করার দাবি করেছেন।

স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও মাহফুজুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান। বাবা মৃত জিয়াউল হক, মা মৃত শামছুন্নাহার খানম। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৭১ সালের ১৩ অক্টোবর হরিরামপুরের লেছড়াগঞ্জের হরিণা যুদ্ধের রণাঙ্গনে গুরুতর আহত হন মাহফুজুর রহমান। ১৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

মাহফুজুর রহমানের ছোট বোন শামীমা বেগম বলেন, ‘এই দেশের জন্য আমার ভাই জীবন দিয়েছেন। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল কিন্তু এই বাড়িটির আর কেউ খোঁজখবর রাখে না। মনে হয় আমার ভাইয়ের কথাও মানুষ ভুলে গেছে।’

হরিরামপুরের সন্তান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল আজহার বলেন, ‘হরিরামপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে মাহফুজুর রহমান অনন্য একটি নাম। স্বাধীন বাংলাদেশে বিশেষ করে হরিরামপুরে তাঁর আত্মত্যাগকে সম্মান জানিয়ে অদ্যাবধি কোনো স্মৃতিস্তম্ভ আমরা নির্মাণ করতে পারিনি।’

হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু বলেন, ‘বালিরটেক কালীগঙ্গা নদীর ওপর যে সেতুটি হয়েছে, সেটি মাহফুজের নামে নামকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।’

মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বলেন, ‘আমি আর মাহফুজ একসঙ্গে যুদ্ধ করেছি। আমাদের একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। শিগগির জেলা পরিষদের পক্ষ থেকে মাহফুজের নামে হরিরামপুরে স্মৃতিস্তম্ভ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ