আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি। এবার কি আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষা ঘোচাতে পারবেন তিনি? কাতারে শেষ বিশ্বকাপ খেলতে আসা মেসির এখন একটাই স্বপ্ন—লুসাইল স্টেডিয়ামে শিরোপা হাতে গড়তে চান ইতিহাস। সেই স্বপ্নে বিভোর ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে সবটুকু নিংড়ে দিয়েছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা। তবে ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচের পর একটি ঘোষণাও দিয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে মেসির কথোপকথনের বেশির ভাগ অংশই তুলে দেওয়া হলো এখানে—
প্রশ্ন: নতুন আরেকটি বিশ্বকাপের ফাইনালে থাকতে কেমন লাগছে?
লিওনেল মেসি: এই অর্জনে অনেক খুশি। ফাইনালে শেষ ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শেষ হবে আমার। মানুষ কী অনুভব করেছে, কীভাবে আর্জেন্টিনার লোকজন উপভোগ করেছে, এই বিশ্বকাপে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সত্যি রোমাঞ্চকর।
প্রশ্ন: রোববার বিশ্বকাপের ফাইনালই কি আপনার শেষ ম্যাচ?
মেসি: হ্যাঁ, নিশ্চিতভাবে হ্যাঁ। পরেরটি (বিশ্বকাপ) হতে অনেক বছর আছে এবং আমি মনে করি না, ওটাতে খেলতে পারব। এভাবে শেষ করার চেয়ে ভালো কিছু হতে পারে না।
মেসি: সবই ভালো লাগার, তবে গুরুত্বপূর্ণ হলো দলগত অর্জন। এটাই সবচেয়ে সুন্দর। দুর্দান্ত লড়াই করে এখন আমরা শিরোপা থেকে এক ধাপ দূরে এবং আমরা এখন পর্যন্ত আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
প্রশ্ন: একসময় আপনাকে জাতীয় দলে অনেক গালি হজম করতে হয়েছে। আপনার অনেক খারাপ সময় এসেছে। তবে আজকের সময়টি অনেক উপভোগের।
মেসি: আমি শুরু থেকে জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করছি। যা কিছু আমাদের সঙ্গে হয়েছে, তা উপভোগ করছি। কোপা আমেরিকা জেতা, ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা এবং বিশ্বকাপের ফাইনালে ওঠা অসাধারণ ব্যাপার। আমার পরিবার যেভাবে জীবন যাপন করছে, তা দেখে আমি খুশি। তারা যেভাবে সবকিছু উপভোগ করে, সেটা দেখাও অতিরিক্ত আনন্দের, যা আমার পুরো ক্যারিয়ারকে সঙ্গ দিয়েছে, দুঃসময়ে তারাই পাশে ছিল। এটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। অনেক কিছু উপভোগ করার ও অসাধারণ কিছু অভিজ্ঞতা অর্জন করে আমি যথেষ্ট ভাগ্যবান এবং সবকিছুর জন্য খুশি।
প্রশ্ন: হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে আপনি কেমন আছেন?
মেসি: ভালো, ভালো।
প্রশ্ন: এ দল যে দাপুটে ফুটবল আর নিজেদের দৃঢ়তা দেখাচ্ছে, যেটা বিশ্বকাপে আগে কখনো দেখায়নি?
মেসি: আমি মনে করি, যে দল পাঁচটি ফাইনাল খেলেছে, তাদের সবাই বুঝতে পারবে, প্রতিটি ম্যাচে আমরা কী করেছি। মাঝেমধ্যে আমরা ভালো খেলেছি, মাঝেমধ্যে খারাপ, মাঝেমধ্যে চূড়ান্ত পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে… পাঁচটি ফাইনাল খেলা সহজ নয়। জিততেই হবে ভেবে মাঠে নামা সহজ নয়, আমরা সেটি (কাতার বিশ্বকাপ) দ্বিতীয় ম্যাচ থেকে করে যাচ্ছি। এটা খুবই মানসিক চাপের এবং এই দল জানে কীভাবে সবকিছু জয় করতে হয়। আমরা পাঁচটি ফাইনাল খেলেছি এবং আমাদের আরও একটি ফাইনাল বাকি।
মেসি: উপভোগ করো, সবকিছু উপভোগ করো। আমরা যা কিছু করছি, তা হৃদয়গ্রাহী। আমাদের ইতিহাসে আমরা ষষ্ঠ ফাইনাল খেলতে যাচ্ছি এবং এটা কোনো কিছুই না… আপনারা জানেন, আমাদের সেরাটা দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, প্রতিটি ম্যাচে আমরা যা করে আসছি। হারি বা জিতি, আমি মনে করি, মানুষ বুঝবে যে তাদের এসব উপভোগ করতে হবে। কোপা আমেরিকা জয়, ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা এবং এখন বিশ্বকাপের ফাইনাল। নিঃসন্দেহে আমরা
সবাই শিরোপা উঁচিয়ে ধরতে চাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। তবে ফুটবল ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে… এবং হ্যাঁ, আশা করি এবার ব্রাজিলের (২০১৪ বিশ্বকাপ) চেয়ে ভিন্ন কিছু হবে।