‘ইসলাম অর্থ হচ্ছে শান্তি। ইসলামে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই। যারা প্রকৃত পক্ষে ইসলামি শিক্ষায় শিক্ষিত তারা কখনোই অন্য ধর্মাবলম্বী কিংবা তাদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা চালাতে পারে না। বরং অন্য ধর্মের মানুষকে আমানত হিসেবে সযত্নে রাখাই হচ্ছে ইসলামের শিক্ষা।’
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
এতে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় এতে ২৭টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক সুরাইয়া বাকের, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্যাহ, এম সেকান্দর হোসাইন, উপজেলা জাপার সভাপতি রেজাউল করিম বাহার, আওয়ামী লীগ নেতা এস এম রেজাউল করিম বাহার, পৌরসভার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের মহারাজ শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী, বাড়বকুণ্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘকীর্তি ভিক্ষু, পৌর সদর পূজা কমিটির সভাপতি সুজিত পাল প্রমুখ।