বন্দরের মদনপুরে এক মেম্বার প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। গত শনিবার রাতে মদনপুরের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আক্তার হোসেন মোল্লা ও তাঁর সমর্থকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হচ্ছেন—একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী হোসেন মুন্সি, আবুল কালাম, বিল্লাল, সোহেল, রাসেল, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, বাতেন ও মহসীন মিয়াসহ অজ্ঞাত ৮-১০ জন।
ভুক্তভোগী মেম্বারের ভাই মোল্লা জহিরুল হক বলেন, রাতে আমরা নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় একই ওয়ার্ডের আরেক মেম্বার পদপ্রার্থী হোসেন মুন্সি ও তাঁর সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। তখন আমিসহ আমার ভাই মেম্বার প্রার্থী আক্তার হোসেন মোল্লা, কাবিল হোসেন, ভাতিজা শরীফ হোসেন মোল্লাসহ ৮-১০ জন আহত হই।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।