হোম > ছাপা সংস্করণ

খেজুর গুড়ে অর্ধেক রস, অর্ধেক চিনি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে রসের সঙ্গে চিনি ও চুন মিশিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়-এমন সংবাদ পেয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দুই ইউনিয়নে এ অভিযান চালান মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা যায়, হরিরামপুরে অর্ধেক চিনি, অর্ধেক রস আর সঙ্গে চুন মিশিয়ে খেজুর গুড় তৈরি করছিলেন গাছিরা। এর দায়ে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঠাকুরপাড়ার সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের রমজান মিয়াকে ৪ হাজার টাকা, মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

ঠাকুরপাড়ার সেন্টু মিয়া বলেন, অর্ধেক রসের সঙ্গে তাঁরা চিনি ও চুন মিশিয়ে গুড় তৈরি করছেন। আজ (বৃহস্পতিবার) দুই মণ চিনির সঙ্গে রস দিয়ে তাঁরা ৪ মণ গুড় তৈরি করেছেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া আসাদুজ্জামান রুমেল জানান, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মানিকগঞ্জের হরিরামপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করি। ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ