মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে আদালত এ নির্দেশ দেন। পাশাপাশি তাঁকে এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ওসি) আনিসুর রহমান জানান, গতকাল রোববার দুপুরে সদর থানা-পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলার অন্যতম আসামি সাইফুল ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়ে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর আদালতের বিচারক তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ও তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জ সদর উপজেলায় ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন ইমরান হোসেন ও সাইফুল হোসেন। পরে ২ জানুয়ারি মানিকগঞ্জ সদর থানায় অপহরণের মামলা করেন ওই ছাত্রীর বাবা। পরে তথ্যপ্রযুক্তি সহায়তা নিয়ে ওই দিন বিকেলে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। কিন্তু এ সময় আসামিরা পালিয়ে যেতে সক্ষম হন।
পরে অপহরণ ও ধর্ষণের ঘটনায় গত শনিবার রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকা থেকে আসামি সাইফুল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৪। পরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-৪। এরপর আদালতের নির্দেশে তাঁকে হাজতে পাঠানো হয়।