হোম > ছাপা সংস্করণ

সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, চারজন গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবা ও ভাইদের সঙ্গে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।

মারা যাওয়া মাছুম মিয়া পৌরসভার জগন্নাথপুর এলাকার নুর মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর দাদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মাছুম মিয়ার দাদা মনফর আলী (৭২), চাচি সাহেদা বেগম (৩৮), চাচাতো ভাই হোসাইন আহমদ (২২) ও হাসান আহমদ (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাছুমের বাবা নুর মিয়া ও তাঁর ভাইদের সঙ্গে মনোমালিন্য চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন মাছুম মিয়া। আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মাছুম মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যুতে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ