সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবা ও ভাইদের সঙ্গে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।
মারা যাওয়া মাছুম মিয়া পৌরসভার জগন্নাথপুর এলাকার নুর মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর দাদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মাছুম মিয়ার দাদা মনফর আলী (৭২), চাচি সাহেদা বেগম (৩৮), চাচাতো ভাই হোসাইন আহমদ (২২) ও হাসান আহমদ (২৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাছুমের বাবা নুর মিয়া ও তাঁর ভাইদের সঙ্গে মনোমালিন্য চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন মাছুম মিয়া। আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মাছুম মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যুতে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।