হোম > ছাপা সংস্করণ

দেলদুয়ারে সিল মারা ব্যালট পেপার উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

ইউপনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৯ দিন পর বিদ্যালয়ের ছাদে আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার। গতকাল শনিবার দুপুরে দেলদুয়ারের ডুবাইল ইউপির সেহরাতৈল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সেহরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিক্ষার্থীরা খেলতে গিয়ে ছাদের কর্নারে জমানো ময়লার স্তূপে ব্যালট পেপার দেখতে পায়। পরে শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করেন। মুহূর্তেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদস্য পদপ্রার্থী বিউটি আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দেলদুয়ারের ডুবাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যপদে তালগাছ প্রতীক নিয়ে নারী সদস্য প্রার্থী বিউটি আক্তার ৩০০ ভোটের ব্যবধানে হেরে যান। ওই আসনে মাইক প্রতীক নিয়ে রাশেদা বেগম ১ হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হন।

বিউটি আক্তার বলেন, ‘নির্বাচনে আমাকে ৩০০ ভোটে পরাজিত দেখানো হয়। গতকাল আমার নিজ কেন্দ্রের বিদ্যালয়ের ছাদে ৫২৭টি ব্যালট পেপার পাওয়া যায়। ওই ব্যালটগুলোতে আমার প্রতীক তালগাছ মার্কায় সিল দেওয়া আছে। আমার প্রাপ্ত ভোটের সঙ্গে ৫২৭ ভোটে যোগ করলে দুই শতাধিক ভোটে আমার জয়ী হওয়ার কথা। এই বিষয়ের সমাধানের জন্য আইনি লড়াই করব।’

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। মোবাইলে আমাকে দু-একজন অবহিত করেন। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাইব্যুনালে অভিযোগ করে আইনি সহযোগিতা চাইতে পারেন।’

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, কে বা কারা ব্যালট পেপারগুলো রেখেছেন পুলিশ তা খতিয়ে দেখবে। নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার সিলগালা করে ফলাফল ঘোষণা করে এসেছেন। তখন কোনো প্রার্থী অভিযোগ করেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ