নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । গতকাল সোমবার দুপুর ১২ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় ।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মো. আলিমুল আল রাজী । নির্বাচনে মো. হাসিম উদ্দিনকে সভাপতি ও আতিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিনুর রহমান রাজু ও সাংগঠনিক সম্পাদক দীপক কুমার মহন্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।