মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহে ফল ও ফুল নিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন সন্তান কমান্ড। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন তাঁরা। বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছে অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
গত শনিবার সদর উপজেলার চর এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের দেখতে যান বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ তরফদার, জেলা শাখার আহ্বায়ক শফিয়েল আলম সুমন, সদস্যসচিব ইয়াসির আরাফাত দীপ, যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান বিপ্লব, জেলা সদস্য দুলাল মিয়া, মহানগর নেতা আলমগীর হোসেন প্রমুখ।
হারুন অর রশিদ তরফদার বলেন, যারা দেশ স্বাধীন করেছে, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদের অনেকে ভীষণ অসুস্থ। তাদের খোঁজ কেউ নেয়নি। তাই আমরা বিষয়টি অনুধাবন করতে পেরে ফুল ও কিছু ফল উপহার দিচ্ছি।