ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।