হোম > ছাপা সংস্করণ

তাড়াইলে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হয়েছে সরিষার চাষ। কৃষকেরা আশা করছেন এইবার সরিষার বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ৭ শত ৫৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরিষা চাষ হয়েছে ৭ শত ৬৮ হেক্টর জমিতে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় রাশি রাশি হলুদে সেজেছে সরিষার মাঠ। পৌষের বাতাসে দোল খাচ্ছে সরিষা।

স্থানীয় কৃষকেরা বলছেন, এক সময় কৃষকেরা আমন ধান কাটার পর জমি পতিত ফেলে রাখত। কিন্তু সরিষা কেটে একই জমিতে আবার বোরো আবাদ করা যায়। এতে অল্প সময়ে একই জমিতে দুটি ফসলের চাষ করে লাভবান হচ্ছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিষা একটি লাভজনক ফসল। অল্প সময়ে ও অল্প পুঁজিতে ভালোই লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ। আর এই সরিষা বিক্রি করেই ইরি-বোরো আবাদের খরচ জোগাড় করেন অনেকে।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল গ্রামের কৃষক আবদুল হাই বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে দেড় হাজার টাকা করে ব্যয় হয়েছে। বাজারে দাম ভালো থাকলে আশা করি, ভালোই লাভ হবে।’ একই গ্রামের আরেক কৃষক ফজলুর রহমান বলেন, ‘আমি আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি ভালো ফলন হবে। এই সরিষা বিক্রি করে বোরো আবাদের তেল ও সার কেনার টাকা জোগাড় হয়ে যাবে। উপজেলা কৃষি বিভাগের লোকজনের কাছে নিয়মিত পরামর্শ পাচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘এক সময় বোরো আবাদের আগে জমি খালি থাকত। এখন অনেকেই সরিষা চাষ করে। কারণ বোরো আবাদের আগেই সরিষা ঘরে তোলা যায়। এতে অল্পসময়ে সরিষা চাষ করে বাড়তি কিছু আয় করা যায়। তা ছাড়া উৎপাদনের খরচ অনেক কম। তাই ঝুঁকিও কম। আমিও চলতি মৌসুমে সরিষার চাষ করেছি। আশা করছি ফলন ভালোই হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে আমি এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, যেন কৃষকের কোনো সমস্যায় না পড়েন। আশা করছি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবার এই উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ