হোম > ছাপা সংস্করণ

প্রচারণা ছাড়াই মুক্তি পেল ‘জিম্মি’

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির সাহস পাচ্ছেন না প্রযোজক-নির্মাতারা। মুক্তির জন্য প্রস্তুত থাকলেও ভালো সময়ের অপেক্ষায় তাঁরা। এ ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত ২৩ আগস্ট তাঁর ‘অমানুষ হলো মানুষ’ দিয়ে প্রায় দেড় মাস পর হলে মুক্তি পেয়েছিল নতুন সিনেমাটি।

আবারও দর্শকের জন্য নতুন সিনেমা নিয়ে এসেছেন তিনি। এবার এনেছেন ‘জিম্মি’। তবে অনেকটা দায়সারাভাবেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। একেবারে প্রচার ছাড়াই আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে উঠছে জিম্মি।

২৪ সেপ্টেম্বর ফেসবুকে পোস্টার প্রকাশের মাধ্যমে ৪ অক্টোবর জিম্মি মুক্তির ঘোষণা দেন ডিপজল। ব্যস এখানেই শেষ। আর কোনো প্রচারণা দেখা যায়নি সিনেমার। এমনকি সিনেমার নায়িকা শিরিন শিলা সোশ্যাল মিডিয়ায়ও পোস্টার শেয়ার করেননি। প্রচারণা ছাড়া জিম্মি দর্শকের কাছে কতটুকু পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়। এর আগে অমানুষ হলো মানুষ মুক্তির সময়েও একই অবস্থা লক্ষ করা গেছে। সেই সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি।

সিনেমা হিসেবে মুক্তি পেলেও জিম্মি তৈরি হয়েছিল ওয়েব সিরিজ হিসেবে। ২০২২ সালের প্রথম ভাগে শুরু হওয়া সাত পর্বের সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। কনটেন্টের ধরনের সঙ্গে বদলে গেছে পরিচালকের নামও। সিনেমার পোস্টারে মনতাজুর রহমান আকবর নয়, পরিচালক হিসেবে লেখা হয়েছে ডিপজলের নাম। নাম পরিবর্তনের বিষয় নিয়ে অবগত আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আলোচনা করেই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানান নির্মাতা।
জিম্মিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ