হোম > ছাপা সংস্করণ

পাট নিয়ে বিপাকে চাষি

দোহার (ঢাকা) প্রতিনিধি

পাট নিয়ে বিপাকে পড়েছেন ঢাকার দোহারের কৃষকেরা। পানির অভাবে জাগ দিতে পারছেন না তাঁরা। অধিকাংশ খাল, বিল, ডোবা ও জলাশয়ে এবার পানি নেই।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই মাঠের পর মাঠজুড়ে শোভা পাচ্ছে পাটখেত। পাট কাটার উপযোগী হলেও পানির অভাবে বেশির ভাগ জমির পাট কাটা শুরু হয়নি। বৃষ্টি না হওয়ায় খাল, বিল, ডোবায় পানি জমেনি। রোদে পাট নষ্ট হয়ে যাওয়ায় অনেকে পাট কেটে জমিতেই রেখে দিচ্ছেন। অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। আবার অনেকেই অল্প পানিতে পাট পচিয়ে আঁশ ছড়ানোর কাজ করছেন।

দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, নারিশা, মুকসুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির আশায় চাষিরা পাট কেটে খেতেই রেখেছেন। কেউ কেউ নিজ বাড়ির পুকুরে নিয়ে জাগ দেওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার সড়কের পাশের ডোবা, খাল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পচানোর জন্য জাগ দিচ্ছেন।

মাহমুদপুর ইউনিয়নের চাষি ওহাব বলেন, ‘পানির অভাবে আমরা পাট জাগ দিতে পারছি না। পাট নিয়ে বিপদে আছি।’

নয়াবাড়ি ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন, এবার পাটের ভালো ফলন হয়েছে। কিন্তু পানি না থাকায় কাটা হচ্ছে না।

বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকার কৃষক ওমর জানান, তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। ফলন ভালো হলেও পানি না থাকায় জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে।

এ বিষয়ে দোহার উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াকুব মামুন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলায় এবার তোষা, মেসতা ও দেশি জাতের পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশি জাতের পাটের চাষাবাদ হয়েছে ১২ হেক্টরে, তোষা ৩৮ হেক্টর ও মেসতা ২৭ হেক্টরে। একবার ফলনও ভালো হয়েছে। তবে যে বৃষ্টি হয়েছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয়। পাটচাষিদের ল্যাটিনিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ