হোম > ছাপা সংস্করণ

ধর্ষণচেষ্টার ‘মিথ্যা মামলায়’ প্রতিবাদ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগরে প্রভাত চন্দ্র সরকারের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার মধ্যনগর বাজারে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাত চন্দ্র সরকারের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার আমার স্বামী প্রভাত চন্দ্র সরকারের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন শিশুটির বাবা। ওই মামলায় আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আমার ছেলে স্থানীয় কয়েকজনের সামনে চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নাকে গ্রেপ্তারের বিষয়টি জানান। এ সময় সাবেক চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করতে ৫০ হাজার টাকা চান। আমরা টাকা দিতে না চাইলে তিনি মীমাংসা বিষয়টি এড়িয়ে যান। পূর্ব শত্রুতার জেরে আমার স্বামীর বিরুদ্ধেমামলা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

সাবেক চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (মীমাংসা) ব্যাপারে কারও কাছে কোনো টাকা দাবি করিনি। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র দেব জানান, এ মামলার তদন্ত চলছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ