হোম > ছাপা সংস্করণ

অজুর বিকল্প তায়াম্মুম

ড. এ এন এম মাসউদুর রহমান

সালাত আদায়ের জন্য অজু ফরজ। অজু বিশুদ্ধ না হলে সালাত আদায় হয় না। অজুর ফরজ চারটি। তা হলো, পুরো মুখ ধোয়া, দুই হাত কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসেহ করা এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া। অজুর জন্য পানি আবশ্যক। তবে কেউ যদি এমন অবস্থায় থাকেন, যেখানে পানি পাওয়া কষ্টসাধ্য অথবা পানি ব্যবহার করলে রোগবৃদ্ধির আশঙ্কা আছে, তখন তায়াম্মুম করে পবিত্র করতে হয় এবং সালাত আদায় করতে হয়। তায়াম্মুমের ফরজ তিনটি। তা হলো, পবিত্রতার নিয়ত করা, পবিত্র মাটি স্পর্শ করে পুরো মুখ ও উভয় হাত মাসেহ করা।

পবিত্র হওয়ার ক্ষেত্রে তায়াম্মুম আল্লাহর বড় নেয়ামত। অজুর বিকল্প হিসেবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিকে এটি উপহার দিয়েছেন। এর মাধ্যমে পবিত্রতার গুরুত্ব ও তাৎপর্য প্রকাশিত হয়েছে। অজু ও তায়াম্মুমের বিধান ফরজ করে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথা মাসেহ করো, টাখনু পর্যন্ত পা ধুয়ে নাও এবং যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রীদের সঙ্গে সহবাস করো, এরপর পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দিয়ে মাসেহ করো। আল্লাহ তোমাদের ওপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না; বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তাঁর নেয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।’ (সুরা মায়িদা: ৬)

লেখক: ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ