হোম > ছাপা সংস্করণ

ছবির ফ্রেম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেয়ালে বা বেড সাইড টেবিলে রাখা ছবির ফ্রেমগুলোর সঠিক যত্ন নিচ্ছেন তো? ঠিকভাবে যত্ন না নিলে এসব ফ্রেম ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।

আর্দ্রতা থেকে দূরে রাখুন
যে দেয়ালের ওপর সরাসরি সূর্যের আলো পড়ে বা জানালার পাশে যেখানে বাতাস চলাচল করে, সেখানে ছবির ফ্রেম রাখবেন না। এমন জায়গায় রাখলে ফ্রেমের কাচের নিচের অংশ ঘেমে যাবে ও ভেতরে ধুলোবালি জমা হতে থাকবে। মোটকথা, তাপ ও তীব্র বাতাস থেকে দূরে রাখলেই ছবির ফ্রেম ও ছবি ভালো থাকবে।

নিয়মিত পরিষ্কার
নিয়মিত আলতো হাতে কাঠের ফ্রেম মুছে নিন। কাঠের ফ্রেমে ধুলোবালি জমতে দেওয়া যাবে না। কাঠের ফ্রেমের নকশায় ধুলো জমলে পরে পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তা ছাড়া এতে ফ্রেমে উজ্জ্বলতাও কমে আসে।

ফ্রেম অনুযায়ী যত্ন
ছবির ফ্রেম প্লাস্টিক ফাইবার, কাঠ, ধাতব ও চামড়ার হতে পারে। ফলে একেক ধরনের ফ্রেম পরিষ্কারের উপায় একেক রকম। ধাতব ফ্রেম হলে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। অন্যদিকে কাঠের ফ্রেম পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে নরম সুতির কাপড়। চামড়ার ফ্রেম পরিষ্কার করার জন্য বাজারে বিশেষ পরিষ্কারক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে।

ফ্রেমের কাচ পরিষ্কারে সতর্কতা
কাচের ওপর সরাসরি গ্লাস ক্লিনিং স্প্রে না দিয়ে পাতলা সুতির কাপড়ের ওপর স্প্রে করুন। কারণ সরাসরি কাচের ওপর স্প্রে করলে ধীরে ধীরে তরল রাসায়নিক কাচের নিচের অংশে জমা হয়। এতে ভেতরকার ছবি নষ্ট হয়ে যেতে পারে।

সূত্র: ফ্রেম ইট ইজি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ