রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সালেক আহম্মেদ মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টায় নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে রূপসা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ও শিয়ালী ফাঁড়ির ইনচার্জ মো. টিপু সুলতানসহ পুলিশের একটি চৌকস দল তার মরদেহে গার্ড অব অনার প্রদান করে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সালেক আহম্মেদ মোল্লা দীর্ঘদিন প্যারালাইসিসে ভুগে রোববার সন্ধ্যায় গ্রামের নিজ বাড়িতে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গার্ড অব অনার দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামাল উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, সহকারী ডেপুটি কমান্ডার সন্তোষ কুমারসহ অসংখ্য মানুষ।