কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুর বোনকে কটূক্তি করায় অটোরিকশারচালক শরীফ মিয়াকে (২৮) গলা কেটে হত্যার অভিযোগে তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীফ ভৈরব পৌরশহরের চণ্ডীবের এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই তিন বন্ধু। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।
গ্রেপ্তার আসামিরা হলেন ভৈরব উপজেলার নিলয় মিয়া (১৯), বাদল মিয়া (২০) ও হৃদয় মিয়া (২৩)।
১৪ অক্টোবর সন্ধ্যায় তারা কুলিয়ারচরে বেড়াতে গিয়ে নিলয়ের বোনকে নিয়ে কটূক্তি করেন শরীফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিলয়ের পক্ষ নিয়ে হৃদয় সঙ্গে থাকা চাকু নিয়ে শরীফকে ছুরিকাঘাত করে। হৃদয় সম্পর্কে নিলয়ের ভগ্নিপতি হন। ছুরিকাঘাত করার পর শরীফ মাটিতে লুটিয়ে পড়লে, নিলয় ও হৃদয় শরীফকে চেপে ধরেন এবং বাদল চাকু দিয়ে শরিফের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন।
গত রোববার রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরদিন কুলিয়ারচর থানায় শরীফের ভাই শিপন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন।