হোম > ছাপা সংস্করণ

ওমিক্রন ঠেকাতে বন্দরে বিধিনিষেধ আরোপ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য অধিদপ্তর বিভাগ। সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি হিসেবে এসব বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটির পক্ষ থেকে দেওয়া নতুন নির্দেশনা অনুসারে জানা গেছে, এখন থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্তপথে ভারত থেকে আসার ৪৮ ঘণ্টা আগে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

গতকাল শনিবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে যে সকল যাত্রী করোনার টিকার দুই ডোজ সম্পন্ন করেনি তাঁরা বাংলাদেশে প্রবেশ করলে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে ভারত থেকে আগত যাত্রীদের মধ্যে যে সকল যাত্রী কোভিড-১৯ দুই ডোজ টিকা (বিশ্ব-স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের অনুমোদিত টিকা) ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং ১৪ দিন অতিক্রান্ত হয়েছে তাদের হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না।

আখাউড়া ইমিগ্রেশনে জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে যাদের করোনার উপসর্গ থাকবে তাদের আইশোলেশনে রেখে পরীক্ষা করাতে হবে।

তা ছাড়া ১৮ বছরের কম বয়সী যে সকল যাত্রী বাংলাদেশে আগমন করবে তাদের পরিবারের অন্যান্য সদস্যগণ কোভিড-১৯ দুই ডোজ টিকা সম্পন্ন এবং ১৪ দিন অতিক্রম হয়ে থাকলে তাদের ক্ষেত্রে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শিথিল করা হয়েছে।

এ দিকে ‘ওমিক্রন আতঙ্কে’ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ