হোম > ছাপা সংস্করণ

শিশুদের স্নেহ করতেন মহানবী (সা.)

মুফতি আবু দারদা

শিশুদের প্রতি কোমল আচরণ করতেন মহানবী (সা.)। তাঁর পরিবার-পরিজন ও সাহাবিদেরও তিনি শিশুদের স্নেহ করার আদেশ দেন। শুধু নিজের সন্তান কিংবা নাতি-নাতনিই নয়, এতিম, অসহায় এবং যেকোনো শিশুকেই তিনি খুব স্নেহ করতেন। তাদের কোলে উঠিয়ে নিতেন এবং চুমো খেয়ে আদর করতেন। ছোটদের স্নেহ করাকে তিনি মুসলিম হওয়ার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান বোঝে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (তিরমিজি ও আবু দাউদ)

অন্য হাদিসে আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) হাসান (রা.)-কে ভালোবেসে চুমু খেলেন। সেখানে আকরা ইবনে হাবেস আত-তামিমি (রা.) উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার ১০ জন সন্তান আছে; আমি তাদের কাউকে কখনো চুমু খাইনি। রাসুলুল্লাহ (সা.) তার দিকে তাকান এবং বলেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (বুখারি)

বিশেষ করে এতিম শিশুদের স্নেহ করার ব্যাপারে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তাদের আদর-যত্নে প্রতিপালন করতে বলেন। হাদিসে নবী (সা.) বলেন, ‘আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে কাছাকাছি থাকব। এ কথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙুল দিয়ে ইঙ্গিত করেন এবং এ দুটির মাঝে সামান্য ফাঁক রাখেন।’ (বুখারি)

মহানবী (সা.) নামাজ পড়ার সময় তাঁর নাতি হাসান-হোসাইন (রা.) খেলাধুলা করতেন এবং তাঁর পিঠে চড়ে বসতেন। তাদের খেলার সুবিধার্থে তিনি দীর্ঘ সিজদা করতেন, রুকু করতেন। তিনি বলেন, ‘আমার সন্তান আমাকে বাহন বানিয়েছে। আমি তাড়াতাড়ি উঠতে অপছন্দ করলাম, যেন সে তার কাজ সমাধা করতে পারে।’ (নাসায়ি) 

মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ