হোম > ছাপা সংস্করণ

গৌরীপুরে প্রার্থী দেখে হতাশা একাংশের

গৌরীপুর প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গৌরীপুরের ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে প্রার্থী দেখে হতাশার কথা জানিয়েছেন অনেক নেতা-কর্মী। তবে হতাশা থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী জানান, এসব প্রার্থীর জয় পাওয়া কঠিন হবে।

একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘দলের সাধারণ কর্মীরা জনবান্ধব প্রার্থী চায়। এই ইউনিয়ন দীর্ঘদিন যাবৎ বিএনপির দখলে। কতটুকু সফল হওয়া যাবে জানি না।’

অপর এক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে সাধারণ নেতা–কর্মীরা হতাশ।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

আরেক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘এই ইউনিয়নে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি লন্ডনপ্রবাসী। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ভোটাররা চেনে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘মনোনয়ন বঞ্চিতদের মাঝে মান-অভিমান থাকতেই পারে। তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ