নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিবসহ তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। নোটিশ পাওয়ার পর পদত্যাগের হুমকি দিয়েছেন সদ্য ঘোষিত কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন। তিনি শিগগিরই সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশ দেওয়া তিন নেতা হলেন, সদ্য গঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, সদস্য আবদুল হক শাহাজাহান এবং মানছুরুল হক বাবর।
নোটিশে বলা হয়, গত রোববার সকালে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন সরকারি দলের ছত্রচ্ছায়ায় নেতা-কর্মীদের ভুল বুঝিয়ে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে মিছিলের আয়োজন করে মর্যাদাহানিকর স্লোগান দেন। যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তিন কার্য দিবসের মধ্যে এর কারণ দর্শাতে বলা হয়।
দলীয় প্যাডে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত ১০ অক্টোবরের শোকজের ওই চিঠির অনুলিপি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকেও দেওয়া হয়েছে। অনুরূপ শোকজ সংবলিত চিঠি অপর দুই নেতা আবদুল হক শাহজাহান ও মানছুরুল হক বাবরকেও দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাহমুদুর রহমান রিপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শিগগিরই সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।