সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে রড বোঝাই ট্রাকের চাপায় আনছার আলী (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ধোপাডাঙ্গা-নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনছার আলী উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুর গ্রামের বাসিন্দা।
ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় কৃষি শ্রমিক আনছার মিয়া বাড়ি থেকে নলডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় উল্টোদিক থেকে আসা আকিজ গ্রুপের একটি দ্রুত গতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।