হোম > ছাপা সংস্করণ

চায়ের স্টলে জমজমাট নির্বাচনী আড্ডা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় চায়ের চাহিদা। এবার এর সঙ্গে যোগ হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। তাই নির্বাচনী আলোচনা জমে উঠেছে চায়ের চুমুকে।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে চায়ের স্টলগুলোতে এখন জমজমাট আড্ডা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এরপরেও চা-নাশতার ফাঁকে ফাঁকে চলছে অনানুষ্ঠানিক প্রচার।

ভোটারদের বাড়িতে প্রার্থীদের সম্মানেও অনেকে চা চক্রের আয়োজন করছেন। শীত ও নির্বাচন এই দুই কারণে চায়ের চাহিদা বেড়ে গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার জামতৈলসহ গ্রাম অঞ্চলে নির্বাচন উপলক্ষে নতুন করে চায়ের স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলেই ক্রেতাদের ভিড়। এসব স্টলে চলছে নির্বাচনী আড্ডা। এই ফাঁকে সম্ভাব্য প্রার্থী বা তাঁর পক্ষের লোকজন প্রচারের কাজটাও সেরে নিচ্ছেন।

উপজেলার বাড়াকান্দি গ্রামের চা বিক্রেতা ওমর আলী মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, আগে যেখানে ৩০ থেকে ৪০ কাপ চা বিক্রি হতো, এখন সেখানে ৯০ থেকে ১০০ কাপ চা বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, সম্ভাব্য মেম্বার প্রার্থীরা বিল দেওয়ার কারণে আগে যারা চা পান করতেন না, তাঁরাও এখন চা খান।

জামতৈল কয়েকজন চা বিক্রেতা জানান, ‘স্টলে নেতা কর্মী ও সমর্থকদের ভিড় লেগেই থাকে। সেই সঙ্গে সাধারণ মানুষেরও আনাগোনা বেড়েছে। সবকিছু মিলে ভালোই বিক্রি করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ